
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হলিউড অভিনেতা ব্র্যাড পিটের 'প্রেম'-এ পাগল হয়ে কোটিপতি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। এবং সবশেষে সাত কোটি টাকা খোয়াতে হল এক ফরাসি মহিলাকে। ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন ৫৩ বছর বয়সী অ্যানি।
শুরুটা হয়েছিল ২০২৩ সালে। তিগনেসে ঘুরতে গিয়ে একদিন ইনস্টাগ্রামে একটি মেসে পান অ্যানি। মেসেজটির প্রেরক হিসাবে নাম দেখিয়েছিল ব্র্যাড পিটের মা জেন এট্টা পিটের। এর কিছু পরেই তাঁকে মেসেজ করেন খোদ ব্র্যাড পিট। শীঘ্রই বন্ধুত্ব গাড় হয়ে ওঠে দু'জনের। সেই সময় বিবাহিত ছিলেন তিনি। কিন্তু কোটিপতি স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্য দিকে, প্রতারকেরা তাঁকে ক্রমাগত ব্র্যাড পিটের নাম করে কবিতা এবং প্রেমের প্রস্তাব পেতে থাকেন। অ্যানি বিশ্বাস করে নেন যে তিনি অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও কোনও দিন ফোনে কথা হয়নি তাঁদের। যা কথোপকথন হত সবই মেসেজে।
নানা অছিলায় উপহার পাঠানোর নাম করে টাকা নেওয়া হত বলে জানিয়েছেন অ্যানি। বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রায় আট লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় সাত কোটি টাকা) ক্ষতিপূরণ পান ওই মহিলা। এর পরেই নানা ভাবে টোপ ফেলতে শুরু করেন ওই প্রতারক। অ্যানি জানিয়েছেন, তিনি একদিন ব্র্যাড পিটের থেকে মেসেজ পান, তাঁর কিডনির অস্ত্রোপচার করাতে হবে সেই জন্য অনেক টাকার দরকার। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাই সে টাকা তুলতে পারছে না। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হাসপাতালের ছবি এবং ভিডিও পাঠানো হয় অ্যানিকে। সেই সব দেখে মানবতার খাতিরে আট লক্ষ ৩০ হাজার ইউরো পাঠিয়ে দেন।
JE VAIS CREVER https://t.co/dswEkQOl9N pic.twitter.com/dGp4hyA0Gi
— pichtinha ???????? (@Neness_G) January 12, 2025
২০২৪ সালে অ্যানি একটি খবর দেখতে পান যেখানে ব্র্যাড পিটের সঙ্গে গয়নার ডিজাইনার ইনেস দে রামনোরে সম্পর্কের কথা লেখা ছিল। তার পরেই তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। গুরুতর ভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন অ্যানি। তাঁর চিকিৎসা চলছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। গত বছরও দুই মহিলার ব্র্যাড পিটের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি এবং ভিডিও দেখিয়ে দুই মহিলার থেকে তিন লক্ষ ২৫ হাজার ইউরোর প্রতারণা করা হয়েছিল। স্প্যানিশ পুলিশ সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা